তালায় অপরিপক্ক আম বাজারজাতের অভিযোগে জরিমানা
Post Views:
১৪১
ইমরান হোসেন ঃতালার সুজনসাহায় অপরিপক্ক গোপালভোগ ও গোবিন্দভোগ আম বাজারজাত করার অভিযোগে বাবু পালকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে ইসলামকাটি গ্রামের বিকাশ পালের পুত্র।শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তালার সুজনসাহা বাঁশতলা-কাঁঠালতলা নামক স্থানে এক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিন। এসময় ভোক্তা অধিকার আইনে ৬ ডালি ও এক বস্তা আম বাজেয়াপ্ত করা হয়। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিনের সাথে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন,তালা থানার এএসআই সেলিম হোসেন, ডিএসবি রুবেল রানা, কনেস্টেবল সাইফুল ইসলাম ইউ সদস্য আসাদুল ইসলাম,সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।