সাতক্ষীরায় কেমিকালে পাকানো জব্দকরা ৪শত কেজি আম বিনষ্ট করল ভ্রাম্যমান আদালত
নিজস্ব প্রতিনিধিঃ ক্ষতিকার কেমিকাল দিয়ে পাকানো ৪শত কেজি আম জব্দের পর ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার কৃষ্ণনগর গ্রামে আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার আজাহার আলী।ভূমি কর্মকর্তা জানান, কৃষ্ণনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বিষাক্ত রাসায়নিক দ্রব্যের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে আসছে।ওই সময় উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীনকে সাথে নিয়ে কৃষ্ণনগর বাজার এলাকার ব্যবসায়ী আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।এরপর সেখান থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪শত কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়।পরে জব্দকৃত কেমিক্যাল মিশিয়ে পাকানো আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। কিন্তু অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলামের বিরুদ্ধে কোন ব্যাবস্থা করা যায়নি।