তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
Post Views:
১৭০
ফারুক সাগরঃ সাতক্ষীরার তালা উপজেলার ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।তালা রিপোর্টার্স ক্লাবের ও অত্র বিদ্যালয়ের সভাপতি মীর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,সংসদ সদস্যদের সহধর্মিনী সুরাইয়া ইয়াসমিন রত্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ হালদার,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ,রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মকবুল হোসেন,তালা প্রেস ক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু,অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান, সাংবাদিক আব্দুল জব্বার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান প্রমুখ।এলজিইডি’র আওতায় চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে প্রায় ১কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে ভবনটি নির্মিত হচ্ছে।