তালায় পৈত্রিক সম্পত্তি দখল করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
Post Views:
১৪২
তালা প্রতিনিধি::তালার হাজরাকাট পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে পাকা দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে তপন সরকার এর বিরুদ্ধে। জমি নিয়ে বিরোধের বিষয়ে আদালতে মামলা চলমান থাকা সত্বেও তপন সরকার তার পেশি শক্তির বলে জমি জবর দখল করছেন বলে জানা গেছে। সম্পত্তির মালিক শাহিন সরদার জানান,তালার হাজরাকাটী মৌজায় ১০২৩ খতিয়ানে ৭১০ দাগে মোট ১৭ শতক জমি যার মালিকগন রশিদ সরদার, সুবান সরদার, রহিম সরদার, বাবর আলী সরদার, সাত্তার সরদার, মো রাজ্জাক সরদার, মো সাজ্জাদ সরদার, রিজিয়া খাতুন, সুফিয়া খাতুন,রোকেয়া খাতুন, রেবেকা খাতুন মোট অংশীদার ১১জন। এদের মধ্যে ৬ জনের কাছ থেকে তপন সরকার সাড়ে ৯ শতক জমি ক্রয় করেন। কিন্তু গত (২২ এপ্রিল) সোমবার তপন সরকার আমাদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই নিজেদের ক্ষমতা বলে আমাদের জমির উপর ঘর নির্মাণ করেন। আমরা বাধা দিতে গেলে তার লোকজন ও তার ভাই স্বপন সরকার আমাদের উপর লাঠিসোঁটা নিয়ে ঝাপিয়ে পড়ে এবং হুমকি দেন। এবং বলেন, আমরা সংখ্যা লঘু, তোরা আমাদের উপর হামলা চালিয়েছিস তোদের নামে থানায় মামলা দেবো। এই বলে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে হুমকি ধামকি দিতে থাকে। বিষয়টি নিয়ে আমরা এখন আতঙ্কে আছি। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্টেটের কাছে ১৪৫/১৪৭ ধারা জারি করি। আদালত মামলায় আগামী ৯/০৯/২৪ তারিখ দিন ধার্য করেন এবং বলেন উভয় পক্ষ ওই জমিতে কোন পাকা ঘর নির্মাণ করিতে পারবেন না। ওসি তালা থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করিবেন। কিন্তু এসকল মামলার তথ্য কোন তোয়াক্কা করছেন না সন্তোষ সরকারের পুত্র তপন সরকার। এবিষয়ে তপন সরকারের ভাই স্বপন সরকার জানান, আমরা আলোচনা সাপেক্ষে ঘর নির্মাণ করেছি আমার দাদার ক্রয়কৃত সম্পত্তির উপর । তবে তিনি হুমকির অভিযোগ অস্বীকার করেন।