সেঁজুতি বাঁচার জন্য সাহায্য চায়
ফারুক সাগর: ৪বছর বয়সে ব্লাড ক্যাস্নারে আক্রান্ত হয়েছিল সেজুঁতি দাশ প্রভা। সেই থেকে লোক সহযোগিতা নিয়ে চিকিৎসা চলছে তার। বর্তমানে তাকে বাঁচাতে হলে ৩০/৪০লক্ষ টাকার প্রয়োজন । সেজুঁতি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারাত গ্রামের সদয় দাশ ও জোস্না দাশের একমাত্র সন্তান। সেজুতির পিতা পেশায় একজন দরিদ্র এনজিও কর্মী মা একজন গৃহিনী । সংসারে নুন আনতে পানতা ফুরায় তাদের । সংসারে ভার টেনে সেজুতির চিকিৎসার জন্য ইতিমধ্যে খুইয়েছেন শেষ সম্বল ভিটেমাটি টুকু।একমাত্র সন্তানকে বাঁচাতে হলে এখন প্রয়োজন ৩০/৪০লক্ষটাকার মত। উপায় না পেয়ে তার পিতা মাতা সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। সেজুঁতির পিতা সদয় দাশ বলেন, ২০১৯ সালে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয় মেয়ে সেজুঁতি। বর্তমানে তার বয়স নয় বছর।এরপর থেকে প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয়,স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য, সাংবাদিকসহ স্কুল, কলেজ, বাজারসহ সকল স্থরের মানুষের সার্বিক সহায়তায় তাকে ভারতের ভেলোর সিএমসি হসপিটাল থেকে চিকিৎসা গ্রহনের মাধ্যেমে সুস্থ করে তোলা হয়। সাম্প্রতিক সময়ে অসুস্থ হলে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের চিকিৎসক মোহাম্মদ মনিরুল ইসলাম কে দেখানো হলে তিনি পরিক্ষা – নিরীক্ষা করে বলেন সেজুতি পুনরায় একিউট লিম্ফোব্লাসটিক লিকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছে।এখন তাকে বাঁচাতে হলে বোনমেরু ট্রান্সপ্লান্ট করা একান্ত জরুরী। এই ধরনে চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৩০ থেকে ৪০ লক্ষ টাকা খরচ হবে। যা তার পরিবারের পক্ষে সম্ভব না। তাই তিনি একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের সকল বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।
যোগাযোগের জন্য – 01736127164 ( সদয় কুমার দাশ,বাবা)
সাহায্যের জন্য – বিকাশ ও নগদ নাম্বার: 01782139182
ব্যাংক হিসাব নং – সোনালি ব্যাংক, তালা শাখা, সাতক্ষীরা- 2820901023448।