সমমনা সংগঠনের সাথে মিটিং
তালা প্রতিনিধি: উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো বাংলাদেশের আর্থিক সহায়তায় শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ন শিশুশ্রম নিরসনের লক্ষ্যে পাবলিক লাইব্রেরী,শ্যামনগর,সাতক্ষীরাতে সমমনা সংগঠনের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকালে উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফসহ বিভিন্ন সমমনা সংগঠন এবং সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় প্রকল্পের উদ্দেশ্য,কার্যক্রম ও অর্জন সম্পর্কে উপস্থাপনের পর উপকূলীয় শিশুরা স্কুলে না যেয়ে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছে (যেমন-নদীতে মাছ ধরা,সুন্দর বনের মধ্যে যেয়ে মাছ ও কাকড়া ধরা,কাকড়ার পয়েন্টে ও ইটের ভাটায় কাজ করা) এখান থেকে তাদের মুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবারের অসচ্ছলতা,অভিভাবকদের অসচেতনতা ও প্রশাসনের উদাসীনতা এই শিশুশ্রমের মূল কারন বলে সকলে মনে করেন। প্রশাসনকে শিশুশ্রম আইন ও নীতিমালা বাস্তবায়নে তৎপর রাখার জন্য সকল বেসরকারী সংস্থা একত্রিতভাবে উপজেলা প্রশাসনের সমন্বয়ে একটি মিটিং করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সকল বেসরকারী প্রতিষ্ঠান তাদের স্ব স্ব অবস্থান থেকে শিশুশ্রম নিরসনের জন্য কাজ করবেন বলে এক মত পোষন করেন।