দেবহাটা উপজেলার ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে মনোনয়ন দাখিলকারি চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মিলিয়ে ৯ প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।মনোনয়ন বৈধ ঘোষণা হওয়া চেয়ারম্যান পদের ৫ প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. স.ম গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক আবু রাহান তিতু, ভাইস চেয়ারম্যান পদের দুই প্রার্থী হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ ঘোষনা হওয়া প্রার্থীরা হলেন জননন্দিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমেনা রহমান এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে সকলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। এসময় জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম ও জেলা প্রশাসনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।অপরদিকে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতায় অংশ নেয়া ৯ প্রার্থী এবং তাদের প্রস্তাবকারি ও সমর্থনকারিদের পাশাপাশি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, উপদেষ্টা শরৎ কুমার ঘোষ, শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য মো. অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ তাজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোমিনুর রহমান সহ স্ব-স্ব প্রার্থীর কর্মী-সমর্থকরাও মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন।তবে মনোনয়ন বৈধ ঘোষনার পরও ২৪-২৬ এপ্রিল মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তির পর ৩০ এপ্রিল পর্যন্ত প্রার্থীতা প্রত্যহারের সুযোগ পাবেন প্রার্থীরা। ২ মে প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের আরোপিত বিধি-নিষেধ মেনে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালাতে পারবেন।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪১টি ভোটকেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে ১ লক্ষ ১১ হাজার ৭৯৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে থেকে উপজেলার আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবেন।