মার্কিন প্রতিনিধি পরিষদে টিকটক বন্ধের প্রস্তাব পাস
প্রযুক্তি ডেস্ক:
চীনভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক স্থায়ীভাবে বন্ধের প্রস্তাব পাস হয়েছে যুক্তরাষ্ট্রে। খবর বার্তা সংস্থা এপির।
গত শনিবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটের মাধ্যমে এই প্রস্তাব পাস হয়।
প্রস্তাব অনুযায়ী, যদি চীনভিত্তিক এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ার এক বছরের মধ্যে বিক্রি না করে, তাহলে এই ব্যবস্থা নেয়া হবে। ফলে এখনই এই অ্যাপটি সরিয়ে নেয়া হবে এমনটা নয়।
প্রেসিডেন্ট জো বাইডেন এদিন ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা দেওয়ার প্রস্তাব অগ্রাধিকারে রাখেন। তার মধ্যে রিপাবলিকানরা ব্যাপক বিদেশি সহায়তা প্যাকেজ হিসেবে নিষেধাজ্ঞায় টিকটক প্রসঙ্গ আনেন।
এর আগে এই নিষেধাজ্ঞার একটি প্রক্রিয়া সিনেটে আটকে যায়। তখন টিকটকের শেয়ার বিক্রি করার জন্য ৬ মাসের একটি সময়সীমা বেঁধে দিয়ে প্রতিনিধি পরিষদে মার্চে প্রস্তাব পাস হয়। তাতে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় পক্ষই সমর্থন দেয়। তাতে চীনভিত্তিক টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স লিমিটেড নিয়ে ব্যাপক জাতীয় নিরাপত্তা উদ্বেগ তুলে ধরা হয়। এবার প্রতিনিধি পরিষদে একই রকম প্রস্তাব পাস হওয়ার পর তা সিনেটে পাঠানোর কথা।