বৃষ্টি হলেও এপ্রিলজুড়েই থাকবে তাপপ্রবাহ
ডেস্ক নিউজ:
চলমান তাপপ্রবাহের ধারা পুরো এপ্রিলজুড়েই অব্যাহত থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমলেও শুক্রবার থেকে ফের বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সহসাই বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানীতে। তবে সিলেট, ময়মনসিংহ ও চট্রগ্রামে আজ রোববার থেকে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এতে ওইসব এলাকার তাপমাত্রায় খুব একটা প্রভাব পড়বে না।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, চলমান এই তাপমাত্রা পুরো এপ্রিলজুড়েই থাকবে। রাজধানীতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে সামান্য বৃষ্টি হতে পারে। তবে তার খুব একটা প্রভাব পড়বে না তাপমাত্রায়।
ওমর ফারুক বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমও বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা যাই থাকুক, তার চাইতে অন্তত ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হবে।
কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহে শরীরের ত্বক পুড়ে যাওয়ার উপক্রম। এমন পরিস্থিতিতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্টও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, উচ্চ তাপমাত্রা অনুভূত হওয়ায় একপ্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। এছাড়া তীব্র তাপপ্রবাহে গত কয়েকদিনে ডিহাইড্রেশন, জ্বর ও হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন অনেকে।
চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গতকাল শনিবার যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।