দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলা, ছয় শিশুসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশুসহ অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) দেশটির হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার রাফাহ শহরের পশ্চিম তেল সুলতান পাড়ার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
হাসপাতালের তথ্যে দেখা গেছে, ছয় জন শিশু ও দুই জন নারীসহ একজন পুরুষের মরদেহ রাফাহ-র আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের স্বজন বারহৌম বলেন, এটি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বর্জিত একটি বিশ্ব। বাস্তুচ্যুত মানুষ, নারী ও শিশুদের ভরা একটি বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯০১ জন।