ছয় ওভারে ১২৫, পাওয়ার প্লে-তে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক:
সরাসরি যারা ম্যাচটি দেখছিলেন, সবার মনে সম্ভবত একই প্রশ্ন উঁকি দিচ্ছিল। এটা কি লাইভ ম্যাচ হচ্ছে, নাকি হাইলাইটস? প্রশ্ন করার মতোই যে ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। পাওয়ার প্লের ৬ ওভারে যে ১২৫ রান তুলেছে দলটি। কল্পনা করা যায়?
২০১৭ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারে ১০৫ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার প্লেতে এটিই ছিল টুর্নামেন্টটির রেকর্ড। সাত বছর পর সেই রেকর্ড তো বটেই, স্বীকৃত টি-২০র পাওয়ার প্লেতে রান তোলার রেকর্ড ভেঙে দিয়েছে হায়দরাবাদ।
শনিবার (২০ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ১২৫ রান তোলে হায়দরাবাদ। এই ১২৫ রানের মধ্যে ট্রাভিস হেড ২৬ বলে ১১ চার ও ৬ ছক্কায় ৮৪ করেন। তার সঙ্গে আরেক ওপেনার অভিষেক শর্মা ১০ বলে ২ চার ও ৫ ছক্কায় করেন ৪০ রান।
আগের বিশ্ব রেকর্ডটা ছিল নটিংহামশায়ারের। ২০১৭ সালে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে ডারহামের বিপক্ষে প্রথম ৬ ওভারে ১০৬ রান তুলেছিল নটিংহামশায়ার।