আইপিএলকে ভিডিও গেম বানালেন হেড-অভিষেক
স্পোর্টস ডেস্ক:
আইপিএলের ১৭ বছরের ইতিহাসে নয়া রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চলমান আইপিএলে একের পর এক রেকর্ড ভাঙা যেন নিজেদের স্বভাবে পরিণত করেছে দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড(২৮৭) কদিন আগেই গড়েছিল প্যাট কামিন্সরা। রেকর্ড গড়া যেন ফ্র্যাঞ্চাইজিটির জন্য ডাল ভাতে পরিণত হয়েছে। আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৫ ওভারে দলীয় শতক তুলে অনন্য আরেকটি রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
দিল্লির বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভার থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। এই দুই বাঁহাতি ব্যাটসম্যান মিলে ইনিংসের তৃতীয় ওভারেই দলীয় ৫০ রান পূরণ করেন।
অরুণ জেটলি স্টেডিয়ামে যেন চার-ছক্কার ঝড় তুলতেই ক্রিজে নেমেছিলেন হায়দরাবাদের দুই ব্যাটসম্যান। প্রথম ওভারে ১৯ রান এনেই সেই বার্তা দেন হেড-অভিষেক। তিন ওভার শেষে দলীয় ৬২ রান তুলে নিজের ফিফটিও করেন হেড।
চলমান আইপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া হেড আইপিএলের দ্রুততম দলীয় শতকের রেকর্ডটাও আজ নিজ দলের হয়ে ভেঙেছেন। দিল্লির বোলারদের বেধড়ক পিটিয়ে পাঁচ ওভারে ১০৩ রান তুলেছে হায়দরাবাদ। ২০১৭ সালে আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ১০৫ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার ক্রিস লিন ও সুনীল নারিন বেঙ্গালুরুর বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন।
সেই রেকর্ড আজ ৭ বছর পর ভেঙেছেন হেড-অভিষেক। ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২৫ রান করেছে হায়দরাবাদ। যেখানে ২৬ বলে ৮৪ রান করেছেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা করেছেন ১০ বলে ৪০ রান।
পাওয়ার প্লেতে প্রতি ওভারে ২০ রানের বেশি এর আগে বিশ্ব ক্রিকেটে কেউ করতে পারেনি। এ যেন মোবাইলের ভিডিও গেমসের মতো! টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডও এটি।