সাতক্ষীরায় তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ট
স্টাফ রিপোর্টার:
তীব্র তাপ দাহে সাতক্ষীরায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে আজ শনিবার (২০এপ্রিল) জেলার সর্বোচ্ছ তাপমাত্রা রেকর্ড করা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তাপদাহের কারনে দেশে ইতিমধ্যে ৩দিনের হিট এলাট জারি করা হয়েছে। এদিকে তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তাপদাহের কারনে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে বারন করছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, জলীয়বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বাড়তে পারে। একই সঙ্গে সমুদ্রের লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করার গরম প্রভাব দেখা যাচ্ছে ভূপৃষ্ঠে। এর আগে দেশে ১৫ থেকে ১৩ দিন পর্যন্ত লাগাতার তাপপ্রবাহ থাকার রেকর্ড থাকলেও এবার চলতি মাসেই ১৮ দিনই টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী পাঁচ দিনেও আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্তকর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুর ১২টা পর্যান্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ডিগ্রি সেলসিয়াস এসময় বাতাসের আদ্রতা৩৫%। গত ৫দিন ধরে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।এপ্রিল মাস জুড়ে তাপমাত্রা এই রকম থাকতে পারে। এছাড়া যে কোন সময় কাল বৈশাখী ঝড় হতে পারে বলে জানান তিনি।