Post Views:
২০৯
স্টাফ রিপোর্টার: দেবহাটায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে দুই নারীসহ তিন জন জখম হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চাঁদপুরে এ মারপিটের ঘটনা ঘটে। মারপিটে আহতরা হলেন- চাঁদপুর গ্রামের হাবিবুল্লাহ গাজীর স্ত্রী ফরিদা খাতুন (৩৫), তার ভাসুর সাইফুল্লাহ গাজী (৫১ ও জা রওশনারা খাতুন (৪০)। আহতরা বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ফরিদা খাতুন জানান, দীর্ঘদিন ধরে আমাদের সাথে প্রতিবেশি শেখ নুর আহমেদের ছেলে আমিরুল ইসলাম, শামীমা খাতুন, আবুল হোসেন ও তার স্ত্রী ফতেমা খাতুনদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও চলমান রয়েছে। সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতন্ডতার একপর্যায়ে প্রতিপক্ষ আমিরুল ইসলাম, শামীমা খাতুন, আবুল হোসেন ও তার স্ত্রী ফতেমা খাতুন লাঠিশোঠা নিয়ে অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা বেধড়ক পিটিয়ে ফরিদা খাতুন ও তার জা রওশনারা খাতুনকে জখম করেন। পাশাপাশি তার ভাসুর সাইফুল্লাহ গাজীর মাথা ফাঁটিয়ে দেন হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় তিনি বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ফরিদা খাতুন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত পরবর্তী জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
Please follow and like us:
20