ওমরাহ ভিসার মেয়াদে যে পরিবর্তন আনল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র ওমরাহ করতে অনেকেই সৌদি আরবে যান। সেখানে গিয়ে কতদিন থাকা যাবে, এ নিয়ে রয়েছে কিছু নিয়ম। এতদিন সেটা ছিল সেখানে পৌঁছানোর পর তিন মাস পর্যন্ত। তবে, রোববার এই নিয়মে পরিবর্তন এনেছে সৌদি আরব। এখন থেকে ভিসার মেয়াদ থাকবে এটি হাতে পাওয়ার পর থেকে তিন মাস পর্যন্ত।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, রোববার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন এই পরিবর্তনের তথ্য জানায়। এতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সামনে পবিত্র হজের কার্যক্রম থাকবে, এ কারণে ওমরাহর সময় কমানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে করে এবার পবিত্র হজ পালনকারীরা ঠিকঠাকমতো সব করতে পারবেন।
এ সময় হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বলা হয়, ওমরাহ ভিসা নিয়ে এসে যাতে ওমরাহই করা হয়। যারা এই ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন, তারা যেন অন্য কোনো কাজ না করেন। এমনকি শ্রমেও যাতে যুক্ত না হন।
আগের নিয়মে এবার ওমরাহ ভিসার মেয়াদ থাকার কথা পবিত্র জিলক্বদ মাসের ২৯ তারিখ পর্যন্ত। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে এই মেয়াদ জিলক্বদের ১৫ তারিখ পর্যন্ত থাকবে। অর্থাৎ ভিসার মেয়াদ কমানো হয়েছে ১৪ দিন।