সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় চড়ক পূজা অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ:
বাংলা ১৪৩০ সনের শেষ দিনে চৈত্র সংক্রান্তিতে শনিবার সাতক্ষীরার বিভিন্ন শিব মন্দিরে অনুষ্ঠিত হয়েছে চড়ক পুজা।
এ উপলক্ষে সন্ন্যাসীরা নিজ গোত্র পরিত্যাগ করিয়া শিব গোত্র ধারণ করে তিনদিন উপবাস থেকে পাড়ায় পাড়ায় শিবের গীত পরিবেশন ও শিব ¯œান করান। বাঙালী সংস্কৃতির অংশ ও হিন্দু ধর্মের পরম্পরা হিসেবে বিশ্বের সমস্ত সৃষ্টির কল্যাণে চৈত্র মাসের শেষ দিন শনিবার বিকেলে সন্ন্যাসীরা কৃষি জমি চাষ, খেজুর ভাঙা, হনুমান ভাঙা, শিব এর মাথায় ফুল চাপানো ও বাঁশের তৈরি তাড়া থেকে কাটার উপর ঝাঁপ দিয়ে পড়া, পিঠে ও বুকে বরশি ফুটিয়ে চরকিতে ঘোরাসহ বিভিন্ন কসরৎ দেখিয়ে নিজেদের ত্যাগের মহিমা তুলে ধরেন। এ উপলক্ষে সাতক্ষীরা সদরের বাঁশতলা শিব মন্দির ও আশাশুনির কদমতলা বাগানবাড়ি শিব মন্দির প্রাঙ্গনে হাজার হাজর দর্শণার্থী সমবেত হয়। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে এ চড়ক পুজা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)