পহেলা বৈশাখের সাজ
লাইফস্টাইল ডেস্ক:
সারা বছর ধরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষকে বরণের জন্য অপেক্ষায় থাকে ছোট থেকে বড় প্রায় সবাই। তবে তীব্র গরমের মধ্যেই এবার উদযাপন হতে চলছে বাঙালির এ প্রাণের উৎসবটি।
আর যা-ই হোক হালখাতা, মিষ্টিমুখ থেকে শুরু করে নতুন পোশাকে যেন আলাদা মাত্রা পায় পহেলা বৈশাখের এ দিনটি।
নববর্ষের সময় গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যাশন। এই বিশেষ দিনে সবারই কোথাও না কোথাও নিমন্ত্রণ লেগেই থাকে। অথবা কেউ কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। এ কারণে সবাই প্রথমে পোশাকের দিকে নজর দেন।
পহেলা বৈশাখের সাজ। ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখের সাজ। ছবি: সংগৃহীত
তবে এবার সাজের সঙ্গে গরমের কথা মাথায় রাখুন। পয়লা বৈশাখে ভুলেও এমন পোশাক পরবেন না যাতে শরীর অসুস্থ হতে পারে। এ বছর পয়লা বৈশাখের সাজ-পোশাকের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখুন। যেমন-
> এবার পয়লা বৈশাখের দিনও তীব্র তাপমাত্রা বিরাজ করছে। তাই সুতির পোশাকেই নিজেকে সাজিয়েছেন অনেকে।
> পোশাকের সঙ্গে হালকা মানানসই গহনায় সাজেন অনেক নারী। এতে স্টাইলিস ও সুন্দরও লাগে। এবং আলগা খোঁপা, হাফ বিনুনির কথাও সাজের সময় মনে রাখতে পারেন।
মেকাপের জন্য
> খুব হালকা মেকাপে নিজেদের ফুটিয়ে তুলতে পারেন তরুণীরা। নিজের ত্বকের ধরন অনুযায়ী মেকআপ করুন। চোখ ও ঠোঁটকেও সাজান হালকা সাজে।