প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে ভেন্যু পরিবর্তন করতে চায় আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক:
আগামী ৯ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হওয়ার কথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। নিরপেক্ষ করার কারণে ম্যাচটির ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে। তবে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করার কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠেয় ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আনতে চায় এএফএ। খবর টিওয়াইসি স্পোর্টসের।
আর্জেন্টিনার গণমাধ্যমটির এক প্রতিবেদন বলা হচ্ছে, শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের ভেন্যু পরিবর্তন করে বুয়েন্স আয়ার্সে আনতে চায় এএফএ।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর থেকেই মূলত কোপা আমেরিকার জন্য প্রস্তুত হতে শুরু করবে আর্জেন্টিনা। লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার আগে শেষ ম্যাচটি নিজেদের দেশে আয়োজন করতে চায় এএফএ। তাদের উদ্দেশ্য ছিল নিজেদের মাঠ থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একটি বিদায় সংবর্ধনা দেওয়ার।
যদিও এএফএ;র জন্য কাজটি মোটেও সহজ হতে যাচ্ছে না। কারণ এই ম্যাচ আয়োজনের পেছনে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক কোম্পানি। এই কোম্পানির সঙ্গে একটি চুক্তিতে সই করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের সম্মতি পেলেই কেবল ভেন্যু পরিবর্তন করতে পারবে এএফএ।