তালায় প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ ব্যাচ এর মিলন মেলা অনুষ্ঠিত
জহর হাসান সাগরঃ এসো মিলি প্রাণের টানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রথম সাতক্ষীরার তালা উপজেলার আটারই বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে প্রাথমিক পুনঃমিলন ৯৯ ব্যাচ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৩এপ্রিল ) আটারই বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে দিন ব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয় । রক্তের সম্পর্কের বাহিরে মায়া আর ভালোবাসা মিলেমিশে মানুষে মানুষে যে বন্ধন রচিত হয় সেই বন্ধনের সম্পর্কই হলো বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুযোগের তেমনই উদহরন প্রাথমিক ৯৯ ব্যাচ প্লাটফর্ম ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফরিদ উদ্দীন আহমেদ ও সঞ্চালনায় ছিলেন হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হারেজ হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আরিফা খাতুন সহকারী শিক্ষকা অত্র বিদ্যালয়। ব্যস্ত জীবনের শত ব্যস্ততার মাঝেও ৯৯ ব্যাচের পুনঃমিলন যেন প্রতি প্রানে যোগ করেছে এক নতুন মাত্রা।
এসময় আরও বক্তব্য রাখেন জহর হাসান সাগর ৯৯ব্যাচ, মাহবুর হোসেন ৯৯ব্যাচ, আলম হোসেন ৯৯ব্যাচ, আনার, রিপন, প্রমুখ। বক্তব্যের মাঝে জহর হাসান সাগর বলেন, আমরা নিরানব্বই সালে এই স্কুল থেকে প্রাইমারি শেষ করি। পরবর্তীতে পর্যায়ক্রমে কলেজ ইউনিভার্সিটিতে।অনেকে আবার ঝরে পড়ে গেছে ,লেখাপড়া করতে পারি নাই ।সময়ের সাথে বন্ধুদের মাঝে যোগাযোগ ও খুব কম।তবু বাস্তবতার কঠিন ব্যাড়াজাল ভেঙ্গে আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিয়েছি আমাদের স্কুলের সেই কৈশোর জীবনের বন্ধুরা এক হয়ে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার।আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটিতে বন্ধুদের মিলন মেলা হয় কিন্তু এই প্রাথমিক বন্ধুদের কোন মিলন মেলা হয় না ।সময়ের দাবী হিসেবে বলব – সবার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন, প্রাইমারি স্কুলে হাতে খড়ি দিয়ে যে মহান শিক্ষকরা আমাদের অনেক বড় করে গড়ে তুলেছেন, তাদেরকে আমরা কেউ খোঁজ রাখি না । তাই বলব আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা প্রাথমিক জীবনে পার করে গেছেন ,আপনারাও উদ্যোগ নিয়ে এমন কাজের শামিল হোন এই আহ্বান জানান সকলের কাছে।আলোচনা শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকল বন্ধুদের সাথে মতবিনিময় করে অনুষ্ঠানটি শেষ করেন।