আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন শান্ত-লিটন
স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে চরম ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। বোলাররা লড়াই জমিয়ে তোলার চেষ্টা করলেও ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। এর ফল হিসেবে দুই টেস্টেই বড় ব্যবধানে হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।
লঙ্কানদের বিপক্ষে এমন হারের পর দলীয়ভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপে অবনমন হয়েছে টিম টাইগার্সের। একই সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে আইসিসি থেকে দুঃসংবাদ পেয়েছেন শান্ত-লিটনরা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে টেস্টে ৫ ধাপ নেমে গিয়েছেন লিটন দাস। ৬২৫ রেটিং পয়েন্ট নিয়ে লিটন এখন আছেন ২৯ নম্বরে।
এছাড়া বাংলাদেশের অধিনায়ক শান্তর অবনতি হয়েছে ৮ ধাপ। তিনি ৪৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬১তম স্থানে আছেন।
লিটন-শান্তর অবনতি হলেও দ্বিতীয় টেস্টে টাইগারদের হয়ে ফিফটি করে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে জাকির হাসান। প্রথম ইনিংসে ৫৪ রান করা এই ব্যাটার তিন ধাপ এগিয়ে আছেন ৭৫তম অবস্থানে।
জাকির ছাড়াও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ রান করা মিরাজ এগিয়েছেন ১১ ধাপ। উঠে এসেছেন ৮৮ নম্বর অবস্থানে। আর চার ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠে এসেছেন মুমিনুল হক।
এদিকে অভিষেক টেস্টে দারুণ পারফর্ম করে বোলারদের র্যাংকিংয়ে প্রবেশ করেছেন হাসান মাহমুদ। চট্টগ্রাম টেস্টে ছয় উইকেট নিয়ে ৯৫তম অবস্থানে রয়েছেন এই টাইগার পেসার।