পাকিস্তান দলে চার বছর পর ডাক পেলেন আমির
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন ২০২০ সালে। ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে খেলা সেই ম্যাচের পর নানা নাটকীয়তার শেষে অবসরের ঘোষণা দিয়েছিলেন, এ বছরের পিএসএলে দারুণ পারফরম্যান্সের পর পিসিবির কথায় অবসর ভেঙে ফেরেন মোহাম্মদ আমির। অবসর ভাঙার পর বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য দীর্ঘ চার বছর পর পাকিস্তানের দলে ডাক পেয়েছেন বিশ্বকাপজয়ী এই বোলার।
আজ নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে আমিরের সঙ্গে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেওয়া ইমাদ ওয়াসিমও ডাক পেয়েছেন।
এছাড়াও দলে জায়গা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেওয়া ব্যাটসম্যান উসমান খান। পিএসএলে আলাদাভাবে নজর কাড়া তরুণ ইরফান খান নিয়াজিও প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেয়েছেন।
নিউজিল্যান্ড সিরিজের আগে পাকিস্তান সেনাবাহিনীর অধীনে ফিটনেস ক্যাম্প করেছে বাবর আজমরা। যেখানে বিশ্বকাপের আগে প্রাথমিক স্কোয়াডের জন্য ৩০ ক্রিকেটার ছিলেন। সেসব ক্রিকেটারদের মধ্য থেকেই নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে পাকিস্তান।
কিউইদের বিপক্ষে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী ১৮ এপ্রিল মাঠে গড়াবে। লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের পাঁচটি টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), সায়েম আইয়ুব, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, উসমান খান, আবরার আহমেদ, আজম খান, নাসিম শাহ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, ও জামান খান।