ঈদের দিন দেশে থাকবে ভ্যাপসা গরম
ডেস্ক নিউজ:
১৪৪৫ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। খুশির এই দিনের আগে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ জানালো অধিদফতর।
বুধবার এক পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। চলমান মৃদু তাপদাহ সাত জেলায় বিস্তৃতি ঘটতে পারে। তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া ঈদের দিন দেশে ভ্যাপসা গরম থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশেই বাড়তে পারে তাপমাত্রা।
কক্সবাজারে মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
তবে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। এ পরিস্থিতি বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে, যা পরবর্তী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকবে।