ইরানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পুলিশের দুটি গাড়িতে জঙ্গি হামলায় অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) এই হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হওয়া এই হামলার দায় স্বীকার করেছে জয়েশ আল-আদল গোষ্ঠী। এর কয়েক দিন আগে একই অঞ্চলে বিপ্লবী গার্ড বাহিনীর দুটি ঘাঁটিতে হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছিলেন।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গত মাসে অপর পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধের ঘটনাস্থল পরিদর্শন করে ফিরছিলেন পুলিশ কর্মকর্তারা।
শিয়া অধ্যুষিত ইরানে সংখ্যালঘু বেলুচিদের বৃহত্তর অধিকার ও উন্নত জীবনমানের দাবি করেছে জয়েশ আল-আদল গোষ্ঠী। গত কয়েক বছরে প্রদেশটিতে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে তারা।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে অবস্থিত। সুন্নি জঙ্গি ও মাদক পাচারকারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিয়মিত সংঘর্ষ হয় ইরানের নিরাপত্তা বাহিনীর।
আফগানিস্তান থেকে পশ্চিমা বিশ্ব ও অন্যত্র মাদকদ্রব্য পাচারের প্রধান একটি ট্রানজিট রুট ইরান।