সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিবিডি মেহেদি উৎসব
স্টাফ রিপোর্টার:
ঈদকে ঘিরে শিশুদের বায়না মেটাতে সাধ্যমতো চেষ্টা করেন অভিভাবকরাও। তবুও বঞ্চিত থেকে যায় শিশুরা। সুবিধাবঞ্চিত এই শিশুদের ঈদের রঙে রাঙাতে তাদের নিয়ে মেহেদি উৎসব করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সদস্যরা।
মঙ্গলবার (৯ এপ্রিল) সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা ঘোষ পাড়া এলাকায় শিশুদের নিয়ে মেহেদি উৎসব আয়োজন করে ভিবিডি সাতক্ষীরা। ছোট ছোট শিশুর প্রাণবন্ত হাতগুলো মেহেদির রঙে রাঙিয়ে দেন সংগঠনটির কমিটি মেম্বার খুশবু আক্তার, আফসানা মিমি, সুমাইয়া ইয়াসমিন রিফা, ফারজানা আক্তার তন্নি, ফাতেমা খাতুন পিয়া, তাবাচ্ছুম তনয়া, করিমুন্নেছা শান্তাসহ অন্য স্বেচ্ছাসেবীরা।
স্বেচ্ছাসেবীরা বলেন, ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়, যখন হাত মেহেদির রঙে রঙিন হয়ে ওঠে। কিন্তু এই শিশুগুলো যেখানে শক্ত হাতে জীবন সামলাতে ব্যস্ত, সেখানে মেহেদি হাতে লাগানো অনেকটা বিলাসিতা। হাতভর্তি মেহেদি দিয়ে ঈদ উদযাপন করা যেন তাদের স্বপ্ন। আর এই স্বপ্ন বাস্তবায়নে ভিবিডি সাতক্ষীরার এ উদ্যোগ।
মেহেদি উৎসবে উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরা’র সভাপতি মো. হোসেন আলী, সহ-সভাপতি তরিকুল ইসলাম অন্তর, হিউম্যান রিসোর্স অফিসার শোভা আশা হালদার, ট্রেজারার শরিফুল ইসলাম, প্রজেক্ট অফিসার সাজিদুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার ওয়াসিউল ইসলামসহ অসংখ্য স্বেচ্ছাসেবীরা।