চেন্নাইয়ে ফিরছেন মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এই আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্যে তিনটি ম্যাচেই একাদশে খেলেছেন ফিজ। যার প্রতিদানও দিয়েছেন টাইগার পেসার।
চেন্নাইয়ের জার্সিতে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট শিকারি ছিলেন মুস্তাফিজ। ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও। তবে তার ডেরায় হানা দিয়েছেন গুজরাটের মোহিত শর্মা। তিনিও এক সময় চেন্নাইয়ের হয়ে খেলেছেন।
চলমান আসরে চেন্নাই নিজেদের সবশেষ ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছিল। তবে ম্যাচটি জিততে পারেনি ধোনি-রুতুরাজরা। সোমবার ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতার মুখোমুখি হবে চেন্নাই। এর আগেই দলের সঙ্গে যোগ দিবেন কাটার মাস্টার দ্য ফিজ।
এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজকে। কারণ, অতীত অভিজ্ঞতায় ঘরের মাঠে বেশ কার্যকরী দ্য ফিজ।
জানা গেছে, আজ চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরেরদিন তাকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা রয়েছে।
এর আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’