শ্যামনগরে বিশ্ব স্বাস্থ্য দিবসে আলোচনা সভা ও র্যালি
নিজস্ব প্রতিনিধি:
জলবায়ু ঝুঁকিতে থাকা দক্ষিণ-পশ্চিমা লে উপকূল বাসিন্দাদের সুস্বাস্থ্যে বিশেষ নজর দেয়ার আহবান জানিয়েছেন বক্তারা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার সাতক্ষীরা শ্যামনগর উপজেলা হেলথ কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় এ আহবান জানান তারা।
এবার দিবসটির প্রতিপাদ্য ‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’। বিষয়টি নিয়ে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান এবং শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) ডাঃ মুজাহিদুল ইসলাম।
তারা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমা লের উপকূলীয় এলাকায় লবনাক্ততা বেড়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে স্থানীয় মহিলা ও শিশুরা। এ অ লে মানুষের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা এবং সুস্বাস্থ্য নিশ্চিতে সরকারী-বেসরকারী সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজের তাগিদ দেন এ দুই চিকিৎসক। প্রতিবছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে আসছে জাতিসংঘের সদস্য দেশগুলো। ৭ এপ্রিল রোববার, শবে কদর উপলক্ষে সরকারী ছুটি থাকায়, একদিন আগে ৬ এপ্রিল শনিবার সাতক্ষীরার শ্যামনগরে পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবসের এ কর্মসূচী।
স্বাস্থ্য দিবসের আলোচনায় যোগ দেন, শ্যামনগর উপজেলা মেডিকেল অফিসার মিলন হোসেন, সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর জিএম আব্দুর রহিম, প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর আলম, সেলিম বাশার, মুকুল রাণী, নাজমা আক্তার প্রমুখ।
বক্তারা জানান, উপকূলীয় এলাকায় লবনাক্ততার প্রভাবে স্থানীয় বাসিন্দাদের মাঝে বেড়ে গেছে চর্ম রোগ-সহ স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা। স্বাদু পানির অভাবে জটিল রোগে আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুরা। যা এখানকার জনসংখ্যায় বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি। র্যলিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে শ্যামনগরের বিশেষ বিশেষ সড়ক ঘুরে আবারও স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে গিয়ে শেষ হয়।