আশাশুনির বুধহাটায় ২৫০ পরিবারের মাঝে আইডিএফর ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি;সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে ২৫০ টি পরিবারের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এনজিও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরামের (আইডিএফ) উদ্যোগে ও সাতক্ষীরার স্থানীয় সহযোগি সংস্থা ভূমিষ্ঠ’র সহযোগিতায় শুক্রবার বিকালে এই ইফতার প্যাকেট বিতরণ করা হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল, চিকেন বিরিয়ানী, খেজুর, জুস ও পানির বোতল।ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইডিএফ’র প্রতিষ্ঠাতা পরিচালক এস এম শফিউল আযম, ভুমিষ্ঠ এনজিও নির্বাহী পরিচালক পারভীন আক্তার ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপকারভোগীর মধ্যে ১৫০ জন নারী ও ১০০ জন পুরুষ রোজাদার উপস্থিত থেকে ইফতার সামগ্রী গ্রহণ করেন এবং খুশি মনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং দাতা সংস্থার জন্য দোয়া করেন। সেই সাথে সাতক্ষীরার সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইডিএফ সংস্থা হতে অন্যান্য সহযোগিতা প্রত্যাশা করেন তারা।আইডিএফ সংস্থার নির্বাহী পরিচালক এস এম শফিউল আযম বলেন, উপকারভোগীদের আন্তরিক সহযোগিতা থাকলে ভূমিষ্ঠ এনজিওর সহযোগিতায় সাতক্ষীরা জেলায় আইডিএফের সহযোগিতা অব্যাহত থাকবে।