আশাশুনির আনুলিয়ায় ৩০ হাজার টাকা মূল্যের সরকারি গাছ কর্তনের অভিযোগ
স্টাফ রিপোর্টার: আশাশুনির আনুলিয়ায় রাস্তার ধার থেকে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এলাকাবাসী প্রতিকার চেয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন।অভিযোগকারী চেচুয়া গ্রামের মৃত বিল্লাল সরদারের পুত্র আব্দুল হামিদ সরদার জানান, একই গ্রামের মৃত মাদার আলী সরদারের ছেলে জনাব আলী সরদার সম্পূর্ন বে-আইনী ভাবে নিত্যান্ত গায়ের জোরে এলজিইডি রাস্তার ধারে ৩০ হাজার টাকা মূল্যের বৃহৎ শিমুল গাছ কেটে নিয়ে গেছে । স্থানীয়রা বাধা দিলেও প্রতিরোধ করতে পারিনি। গাছটির ছায়ায় সকাল বিকাল স্থানীয় লোকজনদের একমাত্র বসার স্থান হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারী সম্পদ আত্মসাৎ বনজ পরিবেশ বিনষ্টের বিরুদ্ধে প্রতিকার প্রার্থনা করেছেন তিনি।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোয়ালডাঙ্গা প্রতাপনগর সড়কের চেচুয়া মেইন রাস্তার ধার থেকে সরকারি কাজ কর্তনের কথা স্থানীয়রা মোবাইল ফোনে তাকে জানানো হয়। তিনি অসুস্থ থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে তিনি ইউনিয়ন নায়েককে অবহিত করার কথা জানান।
তবে অভিযুক্ত জনাব আলীর ফোনটি বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।