সাতক্ষীরায় স্বর্ণের বার সহ চোরাকারবারী আটক
নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ৯ পিচ স্বর্ণের বার সহ আমাজাদ হোসেন খোকন(৫০) নামে এক চোরাকারীকে আটক করেছে বিজিবি।বুধবার সকালে তাকে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া আমজাদ হোসেন একই এলাকার মৃত মাজেদ মোল্যা ছেলে।
সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে: কর্নেল আশরাফুল হক জানান, চোরাকারবারি ভারতে পাচারের জন্য সোনা নিয়ে কালিয়ানি সীমান্ত এলাকায় অবস্তান করছে এমন খবর পেয়ে বৈকারি ক্যাম্পের সুবেদার সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে এক দল সেখানে অভিযান চালায়।ওই সময আমজাদ হোসেনকে একটি মটরসাইকেলসহ আটক করে। পরে মটরসাইকেলের ভিতর থেকে ৯পিচ স্বর্ণের বার উদ্ধার করে।উদ্ধার হওয়া স্বর্নের ওজন ১ কেজি ৪৪ গ্রাম যার বাজার মূল্য ১,০২,১০,৩২০/- (এক কোটি দুই লক্ষ দশ হাজার তিনশত বিশ) টাকা।তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় চোরাচালান আইনে একটি মামলা হয়েছে।এছাড়া পাচারকাজে ব্যাবহারিত( হিরো হাঙ্ক ) মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।
Please follow and like us: