গ্যাস–পেট্রলে চলা গাড়ি নিষিদ্ধ হচ্ছে আমেরিকার ৯ অঙ্গরাজ্যে
আন্তর্জাতিক ডেস্ক:
গ্যাস ও পেট্রলচালিত যানবাহন বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা হাতে নিয়েছে আমেরিকার ৯টি অঙ্গরাজ্য। আগামী ২০৩৫ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় অঙ্গরাজ্যগুলো।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা হ্রাস ও পরিবহণ খাতে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আমার উদ্দেশ্যে অঙ্গরাজ্যগুলো এ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বলে জানা গেছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বিধিনিষেধে বলা হয়েছে, ২০২৬ সাল থেকে পর্যায়ক্রমে পেট্রলচালিত যানবাহনের বিক্রি বন্ধ হবে, যা পুরোপুরি কার্যকর হতে ২০৩৫ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
ক্যালিফোর্নিয়া ২০২২ সালে প্রথম শূন্য কার্বন নিঃসরণ নীতি গ্রহণ করে। এরপর অন্য ৮টি অঙ্গরাজ্যও এ ধরনের পরিকল্পনা হাতে নেয়। অঙ্গরাজ্যগুলো হচ্ছে—ওয়াশিংটন, ওরেগন, নিউইয়র্ক, নিউজার্সি, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, ডেলাওয়ার ও মেরিল্যান্ড।
তবে এ উদ্যেগের সমালোচনা করছেন অনেকই। এর মধ্যে রয়েছে নিউজার্সি বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এনজেবিআইএ)। সংস্থাটির চিফ ডেপুরি গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অফিসার রে ক্যান্টরে বলেন, ‘পরিকল্পনাটি নিঃসন্দেহে ভালো। তবে এ পরিকল্পনায় কিছু বিষয় উপেক্ষা করা হয়েছে। যেমন গ্রাহকদের জন্য বাড়তি ব্যয় ও অবকাঠামোগত অভাবকে সামনেই আনা হয়নি। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতাকেও বিবেচনায় নেওয়া হয়নি।’
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জলবায়ুবিষয়ক নতুন এজেন্ডা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন খাতকে পেট্রলচালিত যানবাহন থেকে ইভিতে রূপান্তর করা। এই লক্ষ্যে পরিবহন খাতে প্রণোদনাও দিচ্ছে আমেরিকা।