মস্কোতে হামলার ঘটনায় তাজিকিস্তানে আটক ৯

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে কনসার্ট হলে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাজিকিস্তানে ৯ জনকে আটক করা হয়েছে। তাজিকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার এ হামলার পেছনে সন্দেহভাজন ৪ বন্দুকধারী তাজিক নাগরিক। অন্য সাত সন্দেহভাজনের সঙ্গে এদেরকেও গ্রেফতার করা হয়। সাত সন্দেহভাজনের মধ্যেও কয়েকজন তাজিকিস্তানের।

তাজিকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি সোমবার (২৫ মার্চ) ভাকদাত নগরীতে ৯ জনকে আটক করেছে। তারা এখন রাজধানী দুশানবে-তে আছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তাজিক সরকার।

এর আগে, গত শুক্রবার (২২ মার্চ) রাশিয়ার কনসার্ট হলে হামলায় অন্তত ১৪৩ মানুষ নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে হামলার ফুটেজ প্রকাশ করে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)