সিভিল সার্জন অফিসে অবৈধ নিয়োগ বন্ধের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধিঃ
দূর্নীতি করে শত কোটির টাকার মালিক অশোক নেওয়াজকে সিভিল সার্জনকে অপসারন, নাটকিয় নিয়োগ মঞ্চবন্ধ সহ জবাব দিহি মুলক স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষায়ক সচেতন কমিটির জর্জকোর্টের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতন কমিটির সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারন সম্পাদক গাজী শাহাজান, পরীক্ষার্থী কপিল দেব, উর্মি খাতুন, মেঘলা, তনুশ্রী মন্ডল, আবু রায়হান প্রমুখ।
এসময় বক্তরা বলেন,২৯মার্চ অনুষ্ঠিত স্বাস্থ্যসহকারীপদের ১২৮জনের লিখিত নাটকিয় পরীক্ষা বন্ধ , সিভিল সার্জন অফিসের সহকারী অশোক নেওয়াজকে অপসারন সহ অবৈধ নিয়োগ বন্ধের জন্য জোর দাবী জানান তারা। মানববন্ধন শেষে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবিরের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের কাছে স্মারকলীপি প্রদান করেন।