বিশ্ববাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম
ডেস্ক নিউজ:
আন্তর্জাতিক বাজারে চলতি সপ্তাহে স্বর্ণের দরে বড় উত্থান ঘটেছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার স্থিতিশীল রয়েছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম বেড়েছে। খবর সিএনবিসির।
খবরে বলা হয়, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এর ওপরই নির্ভর করে সুদের হার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এর আগে ইউএস ট্রেজারি বন্ড ইল্ড নিম্নগামী হয়েছে। ফলে বুলিয়ন বাজার আরো চাঙ্গা হয়েছে।
এ অবস্থায় বৃহস্পতিবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য সামান্য বৃদ্ধি পেয়েছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে প্রায় ২ হাজার ১৯৫ ডলারে। গত ২২ মার্চ যা ছিল ২১৬৭ ডলার। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে মূল্যবান ধাতুটির দাম ঊর্ধ্বগামী হয়েছে ২৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০৭৪ টাকা।
আর্থিক প্রতিষ্ঠান টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতির প্রধান ইলিয়া স্পিভাক বলেন, ফেডের নীতি-নির্ধারকরা সুদের হার কমানোর আভাস দিয়েছেন। বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উদ্বেগের কারণে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বাড়তি রয়েছে।