আর্জেন্টিনায় ৭০ হাজার সরকারি কর্মচারী ছাঁটাইয়ের পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক:
আর্জেন্টিনার অন্তত ৭০ হাজার সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই। আগামী কয়েক মাসের মধ্যে এ ছাঁটাই শুরু হতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার বুয়েনস আইরেসে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে মাইলি এমনটি জানান।
মূলত সরকারের ব্যয়ভার কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট। এছাড়া প্রাদেশিক সরকারগুলোর জন্য বিভিন্ন বরাদ্দ এবং দুই লাখের বেশি সামাজিক উন্নয়ন কর্মসূচিও বাতিল করেছেন তিনি। এগুলোকে তিনি দুর্নীতিগ্রস্ত প্রকল্প হিসেবে আখ্যায়িত করেন।
আর্জেন্টিনার সরকারি কর্মী প্রায় ৩৫ লাখ। দেশটি বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ২১১ দশমিক ৪ শতাংশ।
এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্টের চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা জানানোর পর আন্দোলনে নেমেছে দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়নগুলো। গত মঙ্গলবার একটি ইউনিয়ন জানায়, তাদের অধীনে থাকা কিছু সরকারি কর্মী আন্দোলন শুরু করেছে।
তারপরও দেশের অর্থনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় নিজের সিদ্ধান্তে অটল প্রেসিডেন্ট। ভাষণে মাইলি বলেন, আর্জেন্টাইনরা অর্থনীতির ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। সরকারের কঠোরতার ব্যবস্থা সত্ত্বেও সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে।