তালায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬মার্চ) দিবসটি উপলক্ষে ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। প্রথমে সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাংবাদিক মীর জাকির হোসেন পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মমিনুল ইসলাম,তালা থানার ওসি (তদন্ত) মো: সেলিম,পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ হাছিবুর রহমান,উপজেলা আ” লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,তালা প্রেসক্লাবে সভাপতি প্রণব ঘোষ বাবলু,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার,শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম,তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হকসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ র্যালি, আলোচনা সভা এবং শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।