জামিনের পরও জেল খাটছেন আলভেজ
স্পোর্টস ডেস্ক:
নাইট ক্লাবে নারীকে ধর্ষণের মামলা দানি আলভেজকে জামিন দিয়েছেন স্পেনের আদালত। গত বুধবার তাকে জামিন দেওয়া হয়েছে। তবুও এখনো জেলবন্দী এ ব্রাজিলিয়ান তারকা।
স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আদালতে ১০ লাখ ইউরো জমা দেওয়ার শর্তে আলভেজ জামিন পান। কিন্তু জামিনের কয়েকদিন পেরিয়ে গেলেও মুক্তি পাননি তিনি। কারণ, আদালতে দেওয়া শর্তের অর্থ জমা দিতে পারেনি আলভেজের পরিবার।
আলভেজের আইনজীবী জানিয়েছে, ‘স্পেনে তার (আলভেজ) দুটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর একটিতে কোনো টাকা নেই, অপরটিতে আছে ৫১ হাজার ইউরো। এর মধ্যে ৫০ হাজার ইউরো জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।’
তিনি আরো বলেছেন, ব্রাজিলেও একই অবস্থা। নিজ দেশেও তার অ্যাকাউন্ট জব্দ করা হয়। সব মিলিয়ে জামিনের অর্থ জোগাড়ের মতো অবস্থা নেই আলভেজের। এর আগে বিচারকার্য চলাকালে আদালতের নির্দেশে অভিযোগকারীকে দেড় লাখ ইউরো দিতে হয়েছে সাবেক বার্সা তারকাকে।
স্প্যানিশ গণমাধ্যমের জানিয়েছে, অভিযোগকারীদের দেওয়া সেই অর্থ ধার নেয়া হয় নেইমারের বাবার কাছ থেকে।
অনেকের ধারণা ছিল, আলভেজের জামিনের ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে নেইমারের পরিবার। কিন্তু নেইমারের বাবা স্পষ্ট জানিয়ে দেন, আলভেজ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এ বিষয়ে তিনি বা তার পরিবার আর জড়াবেন না। সব মিলিয়েই বুধবার জামিন পেলেও জেল থেকে বের হতে পারেননি আলভেজ।
এদিকে মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, আলভেজের মা ও ভাই জামিনের অর্থ জোগাড়ে ধার করছেন। সোমবার বা মঙ্গলবারের মধ্যে টাকা জমা হলে কারাগার থেকে মুক্তি পাবেন সাবেক বার্সা, পিএসজি ও জুভেন্টাস তারকা।