আইপিএলের ফাইনাল চেন্নাইয়ে
স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠেছে। এরই মধ্যে আসরের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্ট শুরুর আগে আংশিক সূচি প্রকাশ করা হয় লিগ কর্তৃপক্ষ। সেই সূচিতে ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ছিল ২১ ম্যাচ। এবার জানা গেল আসরের পূর্ণ সূচি।
সোমবার ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, আইপিএলের ফাইনাল হবে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে।
তারা জানিয়েছে, ২০২৪ আইপিএলের কোনো ম্যাচ বিদেশে হচ্ছে না। ৭৪ ম্যাচের সবই হবে ভারতে। টুর্নামেন্টের প্লে অফের ম্যাচগুলো হবে আহমেদাবাদ ও চেন্নাইয়ে। ২১ ও ২২ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর। এরপর ২৪ ও ২৬ মে চেন্নাইতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ।
পূর্ণাঙ্গ সূচিতে ৮ এপ্রিল টুর্নামেন্টের ২২তম ম্যাচ খেলবে চেন্নাই। ঘরের মাঠ চিপকে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
সূচি অনুযায়ী ধর্মশালা, গুয়াহাটিতেও হবে দুটি করে ম্যাচ। ধর্মশালা হচ্ছে পাঞ্জাব কিংসের সেকেন্ড ভেন্যু। পাঞ্জাব ঘরের মাঠে খেলবে এমন দুটি ম্যাচ হবে ধর্মশালায়। যার মধ্যে ৫ মে পাঞ্জাব-চেন্নাই ম্যাচটি বিকেলের ম্যাচ। আগামী ৯ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে খেলবে পাঞ্জাব, ম্যাচটি হবে রাতে।
এদিকে রাজস্থান রয়্যালসের সেকেন্ড ভেন্যু হচ্ছে গুয়াহাটি। যেখানে ১৫ মে মুখোমুখি হবে রাজস্থান ও পাঞ্জাব। ১৯ মে রাজস্থানের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এই রাজস্থান-কলকাতা ম্যাচটিই লিগ পর্যায়ের শেষ ম্যাচ। একদিন বিরতিতে ২১ মে শুরু হবে প্লে অফ পর্ব।