শ্যামনগরে ৮টি জীবন্ত গাঁজা গাছসহ কৃষক আটক
রঘুনাথ খাঁ:
আটটি জীবন্ত গাঁজা গাছসহ এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগতক রাত দেড়টার দিকে সাতক্ষীরার শ্যামনগরনন উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালি গ্রামীন ফিস পয়েন্ট পার্কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতের নাম আশিকুর রহমান (২৭)। তিনি শ্যামনগর উপজেলার ছোট ভেটখালি গ্রামের আফসার আলী গাজীর ছেলে।
শ্যামনগর থানার সহকারি উপপরিদর্শক ইব্রাহীম খলিল জানান, দীর্ঘদিন ধরে ছোট ভেটখালী এলাকার গ্রামীন ফিস পার্কের কর্মচারী হিসেবে কাজের আড়ালে সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষ করে আসছিলেন আশিকুর। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গ্রামীন ফিস পার্কে অভিযান চালানো হয়। এ সময় সবজি ক্ষেতের মধ্যে লুকানো অবস্থায় চাষকৃত আটটি গাঁজা গাছ সহ আশিকুরকে আটক করা হয়। চারটি গাজা গাছের ওজন দুই কেজি নয়শত গ্রাম। যার বাজার মূল্য এ লাখ ১৬ হাজার টাকা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আশিকুরের নাম উল্লেখ করে রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আশিকুরকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।