সাতক্ষীরার কালিগজ্ঞে ডাকাতির চেষ্টা আহত -৬
কালিগজ্ঞ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার পল্লীতে ডাকাতদলের হামলার স্বীকার হয়ে আহত হয়েছে ৬ জন।ওই সময় এলোপাতাড়ি গুলি ও বোমাবিষ্ফোড়ন করে পালিয়ে যায় ডাকাতরা বলে দাবী ভুক্তভোগী পরিবারের। শুক্রবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলা কালিগজ্ঞ উপজেলার চাম্পাপুল এলাকার ইউসুপ গ্রামে আব্দুর রহিম গাজীর ছেলে শাহিনুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।আহতরা হলেন, একই এলাকার হাফিজুর গাজীর ছেলে কাজল গাজী (৪২) আব্দুল মাজেদের ছেলে সাইদুল্লাহ (২২),কাওছার গাজীর ছেলে রুবেল হোসেন (৩০) আব্দুল লতিফের ছেলে রাহাত হোসেন (১৮) আক্তারুজ্জামানের ছেলে হাসানুর (২০ ) ও হোসেন (১৮)। আহতরা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।ভুক্তভোগী শাহিনুর রহমান জানান, রাত দুইটার দিকে ১০/১২জন অপরিচিত লোক তাদের বাড়িতে অস্ত্র নিয়ে ঘিরে ফেলে। ওই সময় এলাকাবাসি টের পেয়ে মাইকে ও মুঠোফোনে সবাইকে জানিয়ে দেয়।পরবর্তীতে এলাকার বাসি তাদের ঘিরে আটকানোর চেষ্টা করলে ডাকাত দল এলোপাতাড়ি গুলি চালিয়ে ও বোমা জাতীয় কিছু বিষ্ফোড়ন করে পালিয়ে যায়। ডাকাতদলের এই হামলার কারনে ৬জন হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করে।এরপর খবর পেয়ে ঘটানাস্থলে পুলিশ আসে।কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মো.শাহিন জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি দস্যুতার ঘটনা। ঘটনাস্থল থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।