পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি গেলেন এমপি ফিরোজ আহম্মেদ স্বপন
কামরুল হাসান: সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা-মদিনা গেছেন। বুধবার(২০ মার্চ) বেলা ১২ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ১২ দিন সৌদি আরবে ইবাদত বন্দেগির মাধ্যমে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন ওমরাহ পালন করবেন। মক্কায় পবিত্র ওমরা পালন শেষে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন মদিনায় হযরত মোহাম্মদ (সা:) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করে আগামী ১ এপ্রিল দেশে ফিরবেন বলে জানা গেছে। তালা-কলারোয়ার সংসদ সদস্য নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মীসহ জনসাধারনের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি তালা- কলারোয়ার সকল মানুষ এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করবেন বলে জানান। এমপি ফিরোজ আহম্মেদ স্বপন ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন এমপি’র সহধর্মিনী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, সহোদর ভাই আবু নাসির ডিটু, তার সহধর্মিনী শারমীন নাসির, এমপির স্নেহভাজন বোন আনোয়ারা খাতুন বেবি, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, এমপি’র পিএস আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদসহ শুভাকাঙ্খীগণ।