ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা কাপ আন্ত:শ্রেণী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয় মাঠে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই সোনার বাংলা। আর জননেত্রী শেখ হাসিনা মানেই স্মার্ট বাংলাদেশ। মহান স্বাধীনতার অন্ত নিহিত তাৎপর্য তুলে ধরতে আন্তঃশ্রেণী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমানভাবে গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। সুস্থ থাকতেও খেলাধুলার বিকল্প নেই। ভালো খেলার মাধ্যমে আমাদের সাতক্ষীরার কৃতি সন্তানেরা সাতক্ষীরা সুনাম বিশ্বের দরবারে তুলে ধরেছে। তোমরাও একদিন ভালো ক্রিকেটার হয়ে জাতীয় দলে নাম লেখাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারি শিক্ষক সুকুমার সরকার, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মহাসিন উদ্দিন, মো. মুকুল হোসেন, রেহানা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেসা ডালিয়া প্রমুখ।
মহান স্বাধীনতা কাপ আন্তঃ শ্রেণী ক্রিকেট টুর্নামেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চারটি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দল বনাম বিদ্যালয় শিক্ষক মুকুল হোসেনের নেতৃত্বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মাইকেল মধুসূদন দল। এছাড়াও বিদ্যালয় শিক্ষক রমেশ সরদারের নেতৃত্বে নবম শ্রেণী শিক্ষার্থীদের নিয়ে কাজী নজরুল ইসলাম দল বনাম বিদ্যালয়ের শিক্ষক সুকুমার সরকারের নেতৃত্বে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পল্লীকবি জসীমউদ্দীন দল। আগামী ২৬শে মার্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা কাপ আন্ত শ্রেণি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।