আফগানিস্তানে ঢুকে পাকিস্তানের জোড়া বিমান হামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে প্রবেশ করে জোড়া এয়ারস্ট্রাইক চালিয়েছে পাকিস্তান। এই বিমান হামলার ঘটনায় ৫ জন নারী ও ৩ জন শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, গতকাল (১৮ মার্চ) স্থানীয় সময় সোমবার রাতে আফগানিস্তানের খোস্ত এবং পাকতিকা নামক ২টি স্থানে এই জোড়া বিমান হামলার ঘটনা ঘটে। বিমান হামলার পর ভোরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।
গত শনিবার আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় ৭ পাকিস্তানি সেনার মৃত্যু হয়। জঙ্গি হামলার জন্য দায়ী আফগানিস্তানের সন্ত্রাসীদের লক্ষ্য করে এই বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দেশটির জঙ্গিদের সাথে এই হামলার যোগসূত্র অস্বীকার করে জানিয়েছেন, বিমান হামলা বেসামরিক মানুষদের বাড়িতে আঘাত করেছে। এই ঘটনার খুব খারাপ পরিণতি হতে পারে যা পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে না।