শাস্তির মুখে পাকিস্তানের দুই ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক:
আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার আবরার আহমেদ ও সৌদ শাকিল। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আচরণবিধি ভঙ্গ করেছেন তারা। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের এই দুই তারকার ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আবরার ও সৌদ পিএসএলের কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করেছেন। আবরারের বিরুদ্ধে আর্টিকেল ২.৪ ও সৌদের বিরুদ্ধে আর্টিকেল ২.৫ ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে।
পিএসএলের প্রথম এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নিয়মবহির্ভূত আচরণ করেন দুজনে। আবরারের বিরুদ্ধে অভিযোগ তিনি ম্যাচের সময় আম্পায়ারের নির্দেশনা অমান্য করেছে।
আরেকটি আলাদা ঘটনায়, সৌদ ত্যক্ত করেছেন প্রতিপক্ষ ব্যাটারকে। ইনিংসের ১২তম ওভারে ইসলামাবাদের ব্যাটার সালমান আলী আঘাকে ফেরানোর পর তার কাছে এসে উত্ত্যক্তের চেষ্টা করেন সৌদ।