কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
হাফিজুর রহমান: মুক্তিযুদ্ধের জয়ধ্বনির সেই মহান পুরুষ বাঙালির অবিসংবাদিত নেতা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে( ১৭ মার্চ) টুঙ্গি পাড়ায় পিতা শেখ লুৎফর রহমান মাতা সায়রা খাতুনের ঘর আলোকিত করেন। মুজিব ৪ বোন ২ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরাধীনতার নিকষ অন্ধকারে নিমজ্জিত বাঙালি জাতির ভাগ্য আকাশে মুক্তির প্রভাকর রূপের জন্ম নেন খোকা নামের সেই শিশু মুজিব। আজ মহানায়কের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বাঙালির হৃদয় আকাশে ধ্রুবতারা জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে রবিবার দিনভর দিবসটি পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ শাখা ও তার সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও সমূহ, দিবস টি পালনের জন্য পৃথক পৃথকভাবে কর্মসূচি গ্রহণ করে। দিনের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৭ টায় আনুষ্ঠানিক ভাবে সকল অফিস আদালত হাটবাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস, থানা প্রশাসনের পক্ষে থানা অফিসার ইন চার্জ মোঃ শাহিন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি মাস্টার নরিম আলি মুন্সি ও সাধারণ সম্পাদক এবং তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে এবং বঙ্গবন্ধু মুরালে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রী কলেজ, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ এম খাতুন সদর প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ , মাদ্রাসা ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানেপৃথক পৃথকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের রচনা চিত্রংকন ও হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের সভাপতিত্বে আলোচনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অ্যাডভোকেট কুতুব উদ্দিন জাফরুল্লাহ ইব্রাহিম প্রমূখ। অনুরূপ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, কৃষক লীগ সভাপতি আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেব লীগ সভাপতি শেখ নুরুজ্জামান যামু, শ্রমিক লীগ সভাপতি শাহজালাল, যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেসা প্রমূখ। এই সময় আওলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধুর রুহেরএবং দেশ ও জাতির মঙ্গল কামনা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।