কলারোয়ায় সিংগা হাইস্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন
Post Views:
১৭০
কামরুল হাসানঃ কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার(১৭ মার্চ) সকালে দিবসটি পালনে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। স্কুলের শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সমাজ সেবক আয়ুব হোসেন, মাস্টার আজিজুর রহমান, আব্দুস সবুর, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, তহুরা খাতুন, বদরুজ্জামান, বিকাশ ঘোষ, শুভংকর মজুমদার, মেহেদি হাসান, স্টাফ সাহিদা খাতুন, নাজমুল হোসেন সহ ছাত্র- ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে চিত্রাংকন, রচনা কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের শহীদ সদস্য ও অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯২০ সালের এই দিনে( ১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।