আশাশুনি কিশোর-কিশোরী ক্লাবের জাতীয় শিশু দিবস পালন
আশাশুনি প্রতিনিধি : আশশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলার ১১ টি ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ১১টি ক্লাবের সদস্য ও শিক্ষকদের অংশগ্রহণে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.সাইদুল ইসলাম, জেন্ডার প্রোমোটার এস কে হাসান,জেন্ডার প্রোমোটার ইমরান হোসেন, আবৃতি শিক্ষক জুলিয়া আক্তার,নওয়াব আলী, তাহমিনা খাতুন, তানভীর রহমান, শীলা মল্লিক, নাসরিন সুলতানা, চায়না খাতুন, সুবর্ণা সানা,আম্বিয়া খাতুন , আরিফা সুলতানা,সুরাইয়া সুলতানা,সংগীত শিক্ষক শুভেন্দু সরকার, মিতালী চক্রবর্তী, আলমগীর হোসেন, রোকেয়া খাতুন, পিয়াংকা হালদার, ছন্দা রানী মন্ডল, শিল্পী বিশ্বাস, মহসিনা খাতুন,কার্তিক চন্দ্র সরকার, আব্দুল গফফার, খায়রুল মনোয়ার প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় ১১ টা ইউনিয়নের ৩৩ জন ছাত্রছাত্রীর মাঝে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে পুরস্কার প্রদান করা হয়।