আশাশুনিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর টেকসই নদীরক্ষা বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দয়ারঘাট -বলাবাড়িয়া অস্থায়ী সড়কে গ্রাম বাসির আয়োজিত মানববন্ধন বক্তব্য দেন সুভাষ চন্দ্র মন্ডল, পুরভী মন্ডল, মিতা মন্ডল সহ অনেকে। এসময় তারা বলেন,আশাশুনি সদর ইউনিয়নে বসবাস করি অথচ দীর্ঘ ২৮ বছর ধরে আমাদের গ্রামে প্রবেশের কোন রাস্তা নেই। গ্রামে কোন ব্যক্তি অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকবে এরকম একটি রাস্তা নেই আমাদের। চলাচলের রাস্তা না থাকায় প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে আমাদের খাবার পানি সংগ্রহ করতে হয়। গ্রামে প্রবেশের জন্য যে রাস্তাটি ছিল(বেড়িবাঁধ) সেটি প্রায় ৩০ বছর আগে নদীগর্ভে মিশে গেছে। বর্তমানে স্থানীয় লোকের মালিকানাধীন জমির উপর নির্মিত রিংবাঁধ দিয়ে আমাদের এই এলাকার লোক যাতায়াত করে থাকে।কিন্তু জমি অধিকরণ সহ নানা জটিলতার কারণে সে রাস্তাটাও প্রশস্ত করা সম্ভব হচ্ছে না।তারা আরো বলেন, বর্ষার দিনে কাদামাটি মেখে অতি কষ্টে ছাত্রছাত্রীদের প্রায় ৩কিঃমিঃ দুরের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় । গ্রামের যোগাযোগ ব্যবস্থা (রাস্তা) না থাকায় সুপীয় খাবার পানি, পণ্য পরিবহন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে জরুরী অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত আমরা ।পানি উন্নয়ন বোর্ডের এনডিআরেরর মাধ্যমে বলাবাড়িয়া গ্রামের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে স্থানীয় জমি মালিকদের সাথে কথা বলে রেকর্ডিং এর সম্পত্তির উপর দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন। ফলে বলাবাড়িয়া গ্রামের সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে।