অবন্তিকার আত্মহত্যা: আসামিদের জড়িত থাকার সত্যতা মিলেছে
ডেস্ক রিপোর্ট: জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেফতার সহকারী প্রক্টর দ্বীন ইসলাম সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আটক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। তিনি জানান, নানা ঘটনাপ্রবাহে অবন্তিকা মানসিকভাবে বিপর্যস্ত ছিল।খন্দকার মহিদ উদ্দিন বলেন, আটক দুজনকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করে বের করবে।
পুলিশ কমিশনার বলেন, ঘটনার পর থেকেই আসামিদের নজরদারিতে রেখেছিল পুলিশ, এর আগে, শনিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অবন্তিকার মা তাহমিনা শবনম একটি মামলা করেন। মামলায় অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী ও প্রক্টর দ্বীন ইসলামকে আসামি করা হয়।