শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ
হাফিজুর রহমানঃ হাইকোর্টের আদেশ কে অমান্য করে শ্যামনগরে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তার কাজে ঠিকাদার হাকিম এর কাছে বিক্রির অভিযোগ প্রভাবশালী ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বিরুদ্ধে।্ওই চেয়ারম্যান মামুন সংসদ সদস্যের মামা হওয়ার সুবাদে উপজেলা প্রশাসন সাপ লুডু খেলায় রহস্য জনক ভূমিকায় । হাইকোর্টের আদেশ অমান্য করে কার্যক্রম চলতে থাকলে পরিবেশ ও জীব জীব বৈচিত্র হুমকির মুখে পড়তে পারে বলে দাবী এলাকাবাসী। বর্তমানে রমজাননগর ইউনিয়নের কৈখালী কোসগার্ড থেকে টেংরাখালী সুইচ গেট পর্যন্ত ৩ কিলোমিটার পাউবোর রাস্তায় মুজিবর কাগুচীর ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে রমজাননগর ইউপি চেয়ারম্যান আল- মামুন।
এ বিষয়ে চেয়ারম্যান আল মামুনের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। কৈখালী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আইনুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে আসি। কিন্তু আমি চলে আসার পর আবার বালু উত্তোলন শুরু করে তারা ।পরে আমি স্যারকে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম বলেন বিষয়টি আমি দেখতেছি।