পুলিশের জব্দ করা গাঁজা খেলো ইঁদুর
আন্তজার্তিক ডেস্ক: পুলিশ সদর দফতরের জরাজীর্ণ ভবনের একটি প্রমাণ রাখার কক্ষে প্রবেশ করে বাজেয়াপ্ত করা গাঁজা খেয়েছে কয়েকটি ইঁদুর। এতে নেশায় বুঁদ হয়েছে তারা। যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউ অরলিন্সের পুলিশ সুপার অ্যান কার্কপ্যাট্রিক দাবি করেন, নিউ অরলিন্সের পুলিশ বিভাগের পুরোনো অফিস ভবন এতটাই জরাজীর্ণ এবং পোকামাকড়ে ভরপুর যে প্রাণীরা প্রমাণ রাখার কক্ষে প্রবেশ করতে সক্ষম হয়েছে বুধবার সিটি কাউন্সিলের সদস্যদের এই পুলিশ কর্মকর্তা বলেন, ইঁদুরগুলো আমাদের গাঁজা খাচ্ছে, তারা নেশায় বুঁদ হয়ে আছে। অ্যান কার্কপ্যাট্রিক বলেন, নিউ অরলিন্স পুলিশ সদর দফতরের কর্মকর্তাদের ডেস্কে ইঁদুরের মল পাওয়া গেছে। দালানটিতে পুলিশের কার্যক্রম চলছে ১৯৬৮ সাল থেকে। অরকিন পেস্ট কন্ট্রোলের গ্লোবাল টেকনিক্যাল ডিরেক্টর রন হ্যারিসন জানান, তিনিও আগে ইঁদুরের গাঁজা খাওয়ার কথা শুনেননি।
ইঁদুরেরা যখন গাঁজা খায় তখন তারা কিসের মধ্য দিয়ে যায়, এমন প্রশ্নে তিনি জানান, এরা মানুষের মতো একই প্রভাব অনুভব করতে পারে।
ইঁদুরের গাঁজা খাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালের ভারতের উত্তর প্রদেশের পুলিশ দাবি করে, তাদের জব্দ করা ১৯৫ কেজি গাঁজা খেয়ে ফেলে ইঁদুর।
আন্তজার্তিক ডেস্ক: পুলিশ সদর দফতরের জরাজীর্ণ ভবনের একটি প্রমাণ রাখার কক্ষে প্রবেশ করে বাজেয়াপ্ত করা গাঁজা খেয়েছে কয়েকটি ইঁদুর। এতে নেশায় বুঁদ হয়েছে তারা। যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউ অরলিন্সের পুলিশ সুপার অ্যান কার্কপ্যাট্রিক দাবি করেন, নিউ অরলিন্সের পুলিশ বিভাগের পুরোনো অফিস ভবন এতটাই জরাজীর্ণ এবং পোকামাকড়ে ভরপুর যে প্রাণীরা প্রমাণ রাখার কক্ষে প্রবেশ করতে সক্ষম হয়েছে বুধবার সিটি কাউন্সিলের সদস্যদের এই পুলিশ কর্মকর্তা বলেন, ইঁদুরগুলো আমাদের গাঁজা খাচ্ছে, তারা নেশায় বুঁদ হয়ে আছে। অ্যান কার্কপ্যাট্রিক বলেন, নিউ অরলিন্স পুলিশ সদর দফতরের কর্মকর্তাদের ডেস্কে ইঁদুরের মল পাওয়া গেছে। দালানটিতে পুলিশের কার্যক্রম চলছে ১৯৬৮ সাল থেকে। অরকিন পেস্ট কন্ট্রোলের গ্লোবাল টেকনিক্যাল ডিরেক্টর রন হ্যারিসন জানান, তিনিও আগে ইঁদুরের গাঁজা খাওয়ার কথা শুনেননি।
ইঁদুরেরা যখন গাঁজা খায় তখন তারা কিসের মধ্য দিয়ে যায়, এমন প্রশ্নে তিনি জানান, এরা মানুষের মতো একই প্রভাব অনুভব করতে পারে।
ইঁদুরের গাঁজা খাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালের ভারতের উত্তর প্রদেশের পুলিশ দাবি করে, তাদের জব্দ করা ১৯৫ কেজি গাঁজা খেয়ে ফেলে ইঁদুর।